ড্রপশিপিং কি হালাল - ড্রপশিপিং করে মাসে ৫০ হাজার
ড্রপশিপিং মানে কি ড্রপশিপিং কি হালাল? আপনারা প্রথমবার যারা এই নামটি শুনেছেন তাদের জন্য আজকের এই পোস্টটি। আজকের এই পোস্টে আমরা ড্রপশিপিং কি হালাল নাকি হারাম, ডলারের ব্যবসা কি হালাল, অনলাইনে ইনকাম করা কি জায়েজ নাকি এবং ড্রপশিপিং করে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করার উপায় গুলো শেয়ার করব।
ড্রপ শিপিং এবং আফিলিয়েট মার্কেটিং এই দুইটি কাজ প্রায় একই কিন্তু মার্কেটিং এবং গ্রাফ শিপিং কি হালাল নাকি সেই বিষয়ে হয়তো আমরা অনেকেই জানিনা। আপনি যদি ড্রপ শিপিং কি হালাল নাকি এবং অনলাইনে ইনকাম করা কি জায়েজ নাকি সেই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি সম্পন্ন দেখতে থাকুন। চলুন আমরা ঝটপট দেখে আসি ড্রপ শিপিং বিজনেস কি এবং ড্রপ শিপিং করে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করার উপায় গুলো।
ড্রপশিপিং বিজনেস কি
ড্রপ শিপিং বিজনেস বলতে বোঝায় কোন একটি প্রতিষ্ঠান কিংবা ব্র্যান্ডের পণ্যকে প্রমোট করা এবং বিক্রি করা তার বিনিময়ে কিছু অর্থ ইনকাম করা। প্রথমবার এই শব্দগুলো শুনে আপনার কাছে ড্রপ শিপিং এর মানে কঠিন মনে হতে পারে কিন্তু চলুন আপনাকে সহজ ভাবে ড্রপ শিপিং বুঝিয়ে দিন।মনে করুন একজন বিক্রেতা তার কোন বিক্রি করার জন্য আপনার নিকট সাহায্য চাইছে এবং তার পণ্যের দাম সে চাইছে ১৫০০ টাকা। এখন আপনার কাজ হল এ পণ্যের জন্য ক্রেতা খোঁজা। আপনার যদি ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে তাহলে সেই চ্যানেল অথবা পেজে পণ্য সম্পর্কে দুই তিন লাইন ক্যাপশন লিখে পোস্ট করলেন।
বিক্রেতা অলরেডি ১৫০০ টাকা দাম চেয়েছে আপনি যদি ২ হাজার টাকা দিয়ে সেই পণ্যটি বিক্রি করতে পারেন তাহলে এখানে ৫০০ টাকা আপনার লাভ হচ্ছে। এইভাবে যদি আপনি আরো অন্যান্য বিক্রেতার থেকে পণ্য ক্রয় করে আর একটু বেশি দাম দিয়ে ক্রেতাদের নিকট বিক্রি করেন তাহলে ভালো করে লাভ করতে পারবেন এই ব্যবসাতে শুধুমাত্র লাভ রয়েছে লসের হার খুব কম।
অথবা কোন একটি বিক্রেতার পণ্যকে আপনি আর একটু বেশি দাম দিয়ে বিক্রি করলে এই পদ্ধতিকে বলা হবে ড্রপ শিপিং। ড্রপ শিপিং ব্যবসাতে বন্য ক্রয় করার কোন প্রয়োজন নেই আপনার কাজগুলো শুধুমাত্র একটি বিক্রেতার পণ্যকে প্রমোট করা এবং ক্রেতা খুঁজে দেওয়া এবং ক্রেতার থেকে আরো কিছু মুনাফা লাভ করা।
যারা ড্রপশিপিং এর ব্যবসা করে তারা বিক্রেতাদের সাথে এমনভাবে চুক্তি করে নেয়। প্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ড্রপশিপিং বিজনেস কি। এবার চলুন আমরা দেখে আসি ড্রপশিপিং করে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করার উপায় গুলো।

ড্রিমার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url